বগুড়ায় গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিবেদক ,বগুড়া
প্রকাশের সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ । ৮:০৪ অপরাহ্ণ

বগুড়ার কাহালুতে ইসমাইল হোসেন (৪৫) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কাহালু উপজেলার উলট্ট মধ্যপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

রোববার সকালে উপজেলার দলগড়া এলাকার ধানক্ষেতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে আছর নামাজের পর ইসমাইল বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। তিনি রাতেই ইজিবাইক চালাতেন তাই পরিবারও কোন সন্দেহ করেনি।

আজ সকালে স্থানীয়রা ধানক্ষেতে ইসমাইলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তিনি আরও জানান, প্রথমে এই হত্যাকাণ্ডটি ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে সন্দেহ করা হয়েছিল।

তবে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে উপজেলার মুরইল ইউনিয়নের জিয়াকুর গ্রামের ঈদগাহ মাঠ থেকে ইসমাইলের ইজিবাইক উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন