খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতের চিন্তার দৈন্যতা আছে: প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ । ১২:৪৮ অপরাহ্ণ
খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোটের চিন্তার দৈন্যতা আছে, তাই ক্ষমতায় থেকে তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ অক্টোবর) সকালে গণভবনে ৬৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আই সেন্টারের উদ্বোধনসহ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।এ সময় গৃহহীন মানুষদের ঘর দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল বিবেচনা করে ভূমিহীন মানুষদেরকে ঘর দেয়া হচ্ছে না। মানুষ হিসেবেই ঘর দেয়া হচ্ছে।
নদীর গতিপথ বন্ধ করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী। কার্লভাট বা ব্রিজ নির্মাণের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন করেছে। দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছিলেন বলেই এমনটা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
উত্তরের কন্ঠ /এ ,এস
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন