কাহারোলে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

তানভীর আহাম্মেদ প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ । ১০:২৫ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলার  কাহারোল উপজেলার কাহারোল বাজার ও দশমাইল বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর জেলার সমন্বয়ে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
গত ১৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ সকাল ১১.৫৫ ঘটিকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কাহারোল বাজারে প্রতিশ্রুত পন্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার জন্য জাহাঙ্গীর ট্রেডার্স (আলুর আড়ৎ) কে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারা মোতাবেক ৫০০০ টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য মিজানুর ষ্টোরকে আইনের ৩৮ ধারা মোতাবেক ৩০০০ টাকা ও দশমাইল বাজারে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পন্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার জন্য হিমাদ্রি সুইট্সকে আইনের ৪৩ ধারা মোতাবেক ৫০০০ টাকা সর্বমোট ১৩০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন জনাব মমতাজ বেগম, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা, জনাব মুশফিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার, দিনাজপুর, ফরিদ বিন ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক।
অভিযানকালে কাহারোল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
উত্তরের কন্ঠ /এ,এস
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন