ফিলিস্তিন পক্ষে কাহারোল দশমাইল সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ । ৬:১২ অপরাহ্ণ

ফিলিস্তিন পক্ষে সংহতি সমাবেশ ও মিছিল ইসরায়েল ও ফিলিস্তিন মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিন প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কাহারোল উপজেলা দশমাইল আইম্মায়ে মসজিদ এর প্রায় পাঁচ শতাধিক মুসল্লী  ।

শুক্রবার (২০ অক্টোবর -২০২৩) বেলা ২টায় কাহারোল দশমাইল বিজয় চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ সংহতি সমাবেশ পালন করেন তারা। এ সময় সমাবেশে ফিলিস্তিন পতাকা, ঐতিহ্যবাহী ফিলিস্তিন পোশাক কেফিয়্যে, বিভিন্ন  স্লোগান  ব্যানার, যুক্তরাষ্ট্র কে হুশিয়ারি দিয়ে বাংলাদেশের পতাকা, ও ফেস্টুন নিয়ে মুসল্লীরা সমাবেশ করেন এবং মিছিলে ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর’, ‘লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক ইয়া আকসা’, মুক্তি পাক-ইসরায়েল নিপাত যাক’ ‘ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি  স্লোগান  দিতে থাকেন।

দশমাইল মসজিদ এর ইমাম মাওলানা মুফতি নুরূল উদ্দীন মুফতি বিল্লা ,নজরুল ইসলাম সহ এলাকাবাসী জনসাধারন উপস্থিত ছিলেন ।

উত্তরের কন্ঠ /এ.এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন