
বিএনপি জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর রবিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে জয়বাংলা চত্বরে এক শান্তি সমাবেশের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপত্বিতে ও যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, ত্রান বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামীম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম ইশান প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরের কন্ঠ/এ,এস