নিউজিল্যান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে এক পোষ্ট দিয়ে লেখেন, চোট পাওয়া ম্যাট হেনরি বদলি হিসেবে কিউই শিবিরে যোগ করা হয়েছে কাইল জেমিসনকে ।
দলের চোট নিয়ে কোচ গ্যারি স্টেড বলেন, পরিবর্তন আনা ছাড়া আর কোনো উপায় নেই। হেনরির চোটের তীব্রতার কারণে পাকিস্তানের বিপক্ষে বোলার নিয়ে ঝুঁকি নিবো না। এছাড়া তিনি কাইল জেমিসনকে নিয়ে বলেন, ভারতে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত জেমিসন। শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত থাকার মানসিকতা নিয়ে শুক্রবার তিনি সম্ভবত দলের সঙ্গে অনুশীলন করবেন।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ৩২তম ম্যাচে বুধবার পুনেতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেখানেই হেনরিকে নিয়ে ধাক্কা খায় কিউইরা। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়ারা সংগ্রহ করে ৩৫৭ রান। ইনিংসের ২৭তম ওভারে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হেনরি। পরে তাকে চিকিৎসা দেওয়ার পর টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এই পেসার সেদিন আর বোলিং করতে পারবেন না।
এদিকে তার চোট কতটা গুরুতর এ নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেইনি কিউইর। কিন্তু আশঙ্কা রয়েছে অনেক দিনে জন্য তাকে মাঠের বাহিরে থাকতে হবে। ফলে কিউই শিবিরে বেশ ক্রিকেটার ইনজুরি ভিতরে যাওয়ায় সময় থাকতেই হেনরির বদলি নিয়ে এসেছে ব্লাকক্যাম্পসরা। কেননা এর আগে থেকে কিউইদের ইনজুরির তালিকায় আছেন লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও কেন উইলিয়ামসন।
উত্তরের কন্ঠ /এ,এস