
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান।
শুক্রবার (৩ নভেম্বর) লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করবে নেদারল্যান্ডস।
চলতি বিশ্বকাপ দারুণ কাটছে আফগানিস্তান। এরই মধ্যে ইংল্যান্ড-পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়ে জানান দিয়েছেন তাদের শক্তিমত্তার। ছয় ম্যাচের তিনটি জিতে এখনো রয়েছে সেমিফাইনালের দৌড়ে। আজ তাদের সামনে সুযোগ রয়েছে এই দৌড়ে আরেকটু এগিয়ে যাওয়ার।আফগানিস্তান একাদশ অন্যদিকে, এক যুগ পর বিশ্বকাপ খেলতে এসেই সেমিফাইনাল খেলার আশার কথা শুনিয়েছিলেন কোচ। ছয় ম্যাচে চার হারে সেই আশা ফুরিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছে দলটি। আজ কি আরেকটা চমক দেখাবে!