
দিনাজপুরের চিরিরবন্দরে সারা দেশের ন্যায় ৫২তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। ‘
সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এ. কে এম শরীফুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মো: ইউনুছ আলীর সঞ্চালনায় ভার্যুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জোহরা সুলতানা, আওয়ামীলীগের সভাপতি বাবু সুণীল কুমার শাহ্, ভাইস চেয়ারম্যান শ্রী জোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম প্রমূখ। এ সময় সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উত্তরের কন্ঠ /এ,এস