সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত

জেলা প্রতিবেদক,,বগুড়া
প্রকাশের সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ । ৭:১৯ অপরাহ্ণ

 ‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টার দিকে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, পৌর মেয়র মতিউর রহমান (মতি) থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা সমবায় অফিসার মোঃশফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৬ টি সমবায় সমিতিকে শ্রেষ্ঠ পুরষ্কার প্রদান করা হয়।

উত্তরের কন্ঠ /এ,এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন