
হবিগঞ্জের বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৪ নভেম্বর) সকাল ১০টায় বানিয়াচং থানা চত্বর থেকে প্রথমে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক(শিক্ষক) বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব,ইউপি চেয়ারম্যান শেখ মিজান,এরশাদ আলী,হাফেজ শামরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন স্মৃতি চ্যাটার্জি কাজল,মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ ও স্হানীয় সংবাদকর্মীগন প্রমুখ।
পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।
এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা বলেন,পুলিশকে কমিউনিটি থেকে যদি সঠিক ভাবে নিজ দায়িত্বে সবাই সহযোগিতা করেন তাহলে সমাজ থেকে সকল অপরাধ প্রবনতা কমে যাবে আশা প্রকাশ করেন।
এখন থেকে অপরাধ প্রবনতা কমানোর লক্ষ্য নিয়ে সবাই পুলিশকে সহযোগীতা করে যাবেন এমনটা প্রত্যাশা করেন পুলিশ কমিউনিটি নেতৃবৃন্দের কাছে।
উত্তরের কন্ঠ/এ,এস