কাহারোলে উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন

তানভীর আহম্মেদ
প্রকাশের সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ । ৭:৪৬ পূর্বাহ্ণ

 

“সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. সারওয়ার মুর্শেদ। এর আগে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

উত্তরের কন্ঠ/এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন