বীরগঞ্জে রিদিতা ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

তানভির আহম্মেদ
প্রকাশের সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ । ১০:৩৩ অপরাহ্ণ

 দিনাজপুরের বীরগঞ্জে রিদিতা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৫ নভেম্বর ) রাত ৭টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মহসিন সেনেটারী ইন্সপেক্টর ফরিদ বিন ও সংবাদ কর্মীরদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রিদিতা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। লাইসেন্স নবায়ন না থাকা, আবাসিক ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স না থাকা, অপারেশন থিয়েটার অপরিষ্কার, ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যতীত ভর্তিকৃত রোগীর চিকিৎসা দেওয়া।

নানাবিধ অপরাধ উদঘাটন করা হয়। সেসব অপরাধের কারণে রিদিতা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষকেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

উত্তরের কন্ঠ /এ,এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন