বগুড়া সরঃ আঃ হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

 জেলা প্রতিবেদক, বগুড়া
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ । ৭:৫৭ অপরাহ্ণ

 বগুড়ায় আধিপত্য বিস্তারে সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ছয় জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ৯ ই নভেম্বর সকাল আনুমানিক ১০ টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা সহ ৪-৫ জন ছাত্রলীগ নেতা কর্মী আহত হয়েছেন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আল মাহিদুল ইসলাম জয় বলেন, “ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল।

এসময় বগুড়া জেলা ছাত্রলীগের ১ নং জয়েন্ট সেক্রেটারি মাহফুজ ও ১ নং ভাইস প্রেসিডেন্ট তৌহিদের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন বহিরাগত লোকজন এসে সমাবেশে উপস্থিত ছাত্রলীগের সভাপতি সজীব সাহা সহ অন্যান্যদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র চাপাতি, রড, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়, এতে জেলা ছাত্রলীগের সভাপতি এবং আরো চার থেকে পাঁচজন ছাত্রলীগ নেতা কর্মী আহত হয়। সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে, স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি বগুড়ার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ),মনিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে লিপ্ত ছাত্রলীগের দুটি গ্রুপকে দুই দিকে সরিয়ে দেয়া হয়। তিনি আরো বলেন পুলিশ ক্যাম্পাসে কঠোর অবস্থান গ্রহণ করেছে, আবারো যাতে কোনরকম সংঘর্ষ সহ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে আমরা সজাগ রয়েছি। সংঘর্ষ স্থলে টানটান উত্তেজনা বিরাজ করছে, পুলিশ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন