‘গরুর র‍্যাম্প শো’ চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ । ৯:২৯ অপরাহ্ণ
দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু নিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিডিএফএ ত্রি-জেলা গরু মেলা। মেলার মাঠ ভরে গেছে গরুতে। খামারিরা সবচেয়ে বড় ও দামি গরু প্রদর্শনী এবং বিক্রির জন্য মেলায় এনেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলার মাঠে এসেছেন খামারিসহ সব বয়সের মানুষ।মাঠে লম্বা লাইন করে গরুগুলো সাজিয়ে রাখা হয়েছে। রাখালরা গরুর নিয়মিত পরিচর্যা করছেন। গরুর খাবার দেওয়া হচ্ছে। মেলায় রয়েছে দেড় লাখ টাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের গরু।
শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিডিএফএ ত্রি-জেলা গরু মেলার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। মেলা শেষ হবে শনিবার (১১ নভেম্বর) বিকেলে।খামারিরা ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু মেলায় রয়েছে। এসব উন্নত জাতের গরু থেকে প্রচুর পরিমাণে মাংস ও দুধ উৎপাদন হচ্ছে। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের কাছে বেশি আকর্ষণ ২৭ ইঞ্চি উচ্চতার ভুট্টী জাতের গরুকে ঘিরে। ছোট গরু দেখে সবাই মুগ্ধ। বিকেলে শিং বড় একটি গরু মেলার মাঠে এলে সাধারণ মানুষ দেখতে ভিড় করেন। শিংয়ের জন্য গরুটি বেশি আকর্ষণীয় সবার কাছে।
চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ত্রি-জেলা বিডিএফএ গরুর মেলা। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার ১০২ খামারি মেলায় অংশ গ্রহণ করছেন। ভোর থেকে তিন জেলার খামারিরা যানবাহনে করে মেলার মাঠে গরু নিয়ে আসেন। মেলার মাঠ কাণায় কাণায় ভরে উঠেছে গরুতে।
মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের কাছে বেশি আকর্ষণ ২৭ ইঞ্চি উচ্চতার ভুট্টী জাতের গরুকে ঘিরে। গরুটির দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৬০ হাজার টাকা। ভারতের উড়িষ্যার একটি জাতের লম্বা শিংয়ের গরু দেখতে ভিড় করছেন মানুষ। বিডিএফএ ত্রি-জেলা গরু মেলায় ১০২ খামারি ২৫২টি দেশি বিদেশি গরু এনেছেন। বিকেলে র‍্যাম্প শোতে হেঁটেছে বেশ কিছু গরু। গরুর মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তরের কন্ঠ /এ,এস 
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন