চিরিরবন্দরে বিনা মূল্যে সার ও বীজ বিতারণ

জাফর ইকবাল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ । ৫:২৫ অপরাহ্ণ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (১১অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.এ কে এম শরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এর আগে তিনি চিরিরবন্দর উপজেলাধীন নব নির্মিত উপজেলা কমপ্লেক্সে সম্প্রসারিত প্রসাশনিক ভবন ও হল রুমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা স্বাগত বক্তব্য রাখেন, আরো বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা,চিরিরবন্দর থানার ওসি মোঃ বজলুর রশিদ সহ আরো উপস্থিত ছিলেন উপকারভোগী কৃষকসহ গণ্যমাধ্যমকর্মীগণ।
উত্তরের কন্ঠ /এ,এস 
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন