২৪ ঘণ্টায় ১৪ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ । ৭:২১ অপরাহ্ণ
বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসসহ ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া বিভাগ জানায়, রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব আগুনের

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

গত ২৪ ঘণ্টায় ১৫টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) তিনটি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) একটি, রাজশাহী বিভাগে (নাটোর) একটি, রংপুর বিভাগে (দিনাজপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন, একটি ট্রাক, একটি নছিমন পুড়ে যায়।

এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার হাতে লাগানো আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে।

উত্তরের কন্ঠ /এ,এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন