
আবারো বগুড়া-৭ আসনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এলাকার সংসদ সদস্য(স্বতন্ত্র)মোঃ রেজাউল করিম বাবলু।
শনিবার দুুপুরে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়ায় নিজ বাসভবনে দুই উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি দ্বাদশ নির্বাচনে ফের বগুড়া-৭ আসনে এমপি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। স্বতন্ত্র নাকি দলীয় প্রার্থী হবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমপি বাবলু বলেন, এবার দলীয় প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দলীয় প্রার্থীতা না পেলে গতবারের মতোই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন।
তিনি আরও বলেন, বিগত ৫ বছরে বগুড়া-৭ নির্বাচনী এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্টসহ অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। আরও উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও এমপি নির্বাচিত হলে দল মতের উর্দ্ধে থেকে তিনি এলাকার মানুষের জন্য কাজ করবেন। শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি রায়হান রানা, সাবেক সাধারণ সম্পাদক আবু মুসা, শাজাহানপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, শাহাদত হোসেন, নির্বাহী সদস্য মোঃ ছানোয়ার হোসেন মাস্টার, সাংবাদিক মেজবাউল আলম, শাহ্ আলম প্রমুখ বক্তব্য রাখেন। গাবতলী ও শাজাহানপুর উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক মতবিনিময় সভায় অংশ নেন।
উত্তরের কন্ঠ /এ,এস