
দিনাজপুরের বীরগঞ্জে মকবুল হোটেল এন্ড সুইট এ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী এবং ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মমতাজ বেগম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দোকানে রাখা বাসি বিরানী ও মুরগির মাংস ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেই সাথে ফ্রিজে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ও গামলায় নোংরা শিরার মধ্যে মিষ্টি জাত দ্রব্য রাখা ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মতে ৫০০০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী মহোদয় এবং ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মমতাজ বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মকবুল হোটেলে প্রতিটি খাদ্য সামগ্রী উচ্চ মূল্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রির কারনে জনস্বাস্থ্য হুমকির মুখে। তিনি আরো জানান আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।