কারার ঐ লৌহ কপাট বিকৃত করার প্রতিবাদে বোচাগঞ্জে মানব বন্ধন

বোচাগঞ্জ প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ । ৮:০০ অপরাহ্ণ

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অধিকার আদায়ের, শোষন ও নিপিরনের বিরুদ্ধে কালজয়ী গান” কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল” ভারতের সংগীত শিল্পী এ আর রহমান বিকৃত সুরে পিপ্পা নামক একটি সিনেমায় প্রদর্শন করার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বোচাগঞ্জ উপজেলা নজরুল ভক্ত বৃন্দ।

২৫ নভেম্বর বিকাল ৩টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রবীন্দ্র-নজরুল মঞ্চে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাইনুল হাসান মহা বিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, হাজী দানেশ কলেজের অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েল, প্রধান শিক্ষক মোছাঃ শামীম আরা বুলবুল, মাহবুব আলম, প্রভাষক আবিদা সুলতানা, আকতারুজ্জামান সজীব, মোঃ আসরাফ আলী তুহিন, সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে পিপ্পা সিনেমায় বিকৃত সুরে গাওয়া কবি কাজী নজরুল ইসলামের কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল গানটি প্রকৃত সুরে উপস্থাপন করার আহবান জানান।

উত্তরের কন্ঠ /এ,এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন