আসনে নৌকার মাঝি হলেন মনোরঞ্জন শীল গোপাল

তানভীর আহাম্মেদ
প্রকাশের সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ । ৭:৪৫ অপরাহ্ণ

দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল ) আসনে চতুর্থবারের মতো পুনরায় নৌকার মাঝি হলেন বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে(বীরগঞ্জ – কাহারোল) নেতা কর্মীদের আনন্দ মিছিল বের হয়। নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে নিবাচর্নী আমেজ।

নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পরপরই ৮ জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেন। এরপর আওয়ামীলীগের পালামেন্টরি বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কে দিনাজপুর ১ (বীরগঞ্জ -কাহারোল) আসনে পুনরায় আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রদান করেছেন।

একই আসনে সংসদ সদস্য হিসাবে ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন ক্ষমতাসীন আ’লীগের মনোরঞ্জন শীল গোপাল এমপি।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন