বীরগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ । ১:১৫ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন
দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপজেলা কৃষিবীদ মো শরিফুল ইসলাম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র।

উক্ত কর্মশালায় অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন প্রান্তিক কৃষক-কৃষাণীদের পাট ও পাটবীজ চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়।

শেষে পাটচাষীদের মাঝে পাটজাত ব্যাগ, ও নগদ অর্থ প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন