নৌকা মার্কায় মনোনয়ন পেয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় মনোরঞ্জন শীল গোপাল

তানভীর আহাম্মেদ
প্রকাশের সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ । ৯:৩৪ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪র্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় পর নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে হাজার হাজার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সোমবার (২৭ নভেম্বর )বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামীলীগ কাউকে একদিনে মনোনয়ন দেয়নি। একের পর এক জরিপ, তদন্ত করে সেই রিপোর্টের উপর ভিক্তি করে মনোনয়ন দিয়েছে

আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করি। তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা কাহারোলের মানুষ হা, না ভোটে না এর পক্ষে ভোট দিয়ে স্বৈরাটারকে প্রতিহত করেছিল।

৭ জানুয়ারি কাহারোল-বীরগঞ্জের মানুষ নৌকায় ভোট দিয়ে আবারো অশুভ শক্তিকে প্রতিহত করবে। তিনি বলেন, আপনারা আমাকে ভালোবেসে যে ঋণের বোঝা আমার কাধে চাপিয়ে দিয়েছেন, আমি যদ দিন বেঁচে থাকব এই ঋণের বোঝা কমানোর চেষ্টা করব।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন