
দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে ১ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী (১৫)। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে। উপজেলার নিজপাড়া ইউনিয়নের খোলা ভিটা গ্রামের জোতিশ চন্দ্র রায়ের বাড়িতে অনশন করছে ওই কিশোরী।
প্রেমিক জোতিশ চন্দ্র রায় (২৬) পিতা হরিমোহন রায়ের ছেলে অনশনরত ওই কিশোরী জানিয়েছেন, ২ বছর ধরে জোতিশ চন্দ্র রায় সঙ্গে তার প্রেমের সম্পর্ক বিয়ের প্রলোভনে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছে জোতিশ চন্দ্র রায়। ।
তাদের সম্পর্কের বিষয়টি পরিবারসহ প্রতিবেশীরাও জানে। ৬ মাস আগে প্রেমিকার ঘড়ে অন্তরঙ্গ অবস্থায় পরিবারের কাছে ধরা পড়ে । পরে মেয়ের বয়স না হওয়ার কারণে উপযুক্ত বয়স হলে বিবাহ হবে এই মর্মে স্থানীয় প্রশাসন দুই পক্ষের পরিবার এই বিয়ে সুন্দরভাবে হিন্দু বিবাহ নিবন্ধকের নিকট সম্পন্ন করেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সে প্রেমিক জোতিশ চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে ওঠে।
জোতিশ চন্দ্র বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই কিশোরী। আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি মরে যাব।ঘটনার পর থেকে প্রেমিক জোতিশ চন্দ্র রায়পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান আনিস মুঠোফোনে জানান, ঘটনাটি শুনেছি। ছেলে না থাকায় এর সমাধান হচ্ছে না। তিনি বাড়িতে এলে বিষয়টির সমাধান করা হবে।