
বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো নীলফামারী জেলার সৈয়দপুর থানার কাচারীপাড়া এলাকার মৃত বাবু মামুদ এর ছেলে মোঃ জয়নাল মিয়া (৫৪), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার কানরা এলাকার আসাদ মুন্সির ছেলে মোঃ মাসুদ মিয়া (৪১), কুমিল্লা সদর থানার মথুরাপুর উত্তরপাড়ার জামাল মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ আল মাছরুল (১৯) এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার শেরপুর এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ হাসান আলী (৩৬)।
শনিবার রাত্রি ৯ ঘটিকার সময় বগুড়া সদর থানার গোকুল হলবন্দর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সোমবার দুপুরে পাঠানো র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার, পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,
র্যাব-১২, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা হইতে রংপুরগামী একটি প্রাইভেট কারে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২ ডিসেম্বর তারিখ সন্ধ্যা ২১.০০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও সদর কোম্পানী সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে বগুড়া জেলার সদর থানার গোকুল উত্তরপাড়া হলবন্দর গ্রামস্থ সবুজ নার্সারীর সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের ২০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল, তিনটি সীম ও নগদ ২০০০ টাকা টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উত্তরের কন্ঠ /এ,এস