হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিবেদক, বগুড়া
প্রকাশের সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ । ২:২১ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু নন্দীগ্রাম) আসনের কংগ্রেসের প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার প্রার্থিতা বাতিল ঘোষনা করা হয়।

রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

এ সময় হিরো আলম বলেন, “প্রতিবছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়।” আমি নির্বাচনে আপিল করব প্রয়োজনে হাইকোর্টে আপিল করে আমি ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবো।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনেও কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি।
উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন