পীরগঞ্জে আদিবাসি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

জেলা প্রতিবেদক (ঠাকুরগাঁও )
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ । ৫:৫৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬০ জন আদিবাসী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই সব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, প্রধান মন্ত্রীর দপ্তরের বরাদ্দ থেকে ২০ জনকে বাই সাইকেল ও ৪০ জনকে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স, পানির পট সহ শিক্ষা সামগ্রী ক্রয় করে বিতরণ করা হয়েছে।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন