
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল প্রকাশ, মা , অভিভাবক সমাবেশ, পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার স্কুল মাঠে সকাল ১০ হতে বিকাল ৪টা প্রযন্ত বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শিশু শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করেন। স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মোছাঃ তাসনিয়ারা বেগম এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক,খ, মোঃ আলাওল হাদী। এসময় সহকারী শিক্ষা অফিসার খুর্শিদা ফেরদৌসী, মোঃ কামরুল হাসান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা বুলবুল, সহসপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা লিপি, সহকারী শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।