বিজয় দিবসে খানসামায় জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে উঠেনি জাতীয় পতাকা

জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ । ৬:১৭ অপরাহ্ণ

জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মহান বিজয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে দিনাজপুরের খানসামা উপজেলায়। খোদ সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে ৫২ তম মহান বিজয় দিবস-২০২৩ এ উঠানো হয়নি জাতীয় পতাকা।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পিছনের দিকে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্য সকল দপ্তরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উঠালেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জাতীয় পতাকা উঠানো হয়নি।

তবে বক্তব্যের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলামকে ফোন দিলে জাতীয় পতাকা উঠানোর ব্যবস্থা করেন তিনি।

শনিবার দুপুর ১ টার দিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো.মিরাজুল ইসলাম বলেন, কর্মচারী অসুস্থ থাকায় সঠিক সময়ে জাতীয় পতাকা উঠানো সম্ভব হয়নি। তবে এখন জাতীয় পতাকা উঠানো হয়েছে।

এবিষয়ে ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। বিধি মোতাবেক এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন