
সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের একবেলা পেটপুরে খাওয়ালেন জেলার মানবিক ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। ভালো খাবার পেয়ে খুশি গরীব-অসহায় মানুষেরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) জুময়া’র নামাজ শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাটে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ের সামনে এ খাবারের আয়োজন করা হয় ।
স্থানীয় একাধিক লোকজন জানান, হাজী আব্দুস সাত্তার যে মহৎ কাজটি করছেন সেটি আসলে প্রশংসার যোগ্য।
এ বিষয়ে হাজী আব্দুস সাত্তার বলেন, মানুষ নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে নাই আল্লাহ পাঠিয়েছে বিধায় আমরা আসতে পেরেছি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তা ও মানুষের মাঝে খরচ করাই উত্তম দান করলে সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না। আমিও সম্পদ নিয়ে কবরে যাব না। যতদিন মহান রব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন ততদিনই গরীব দুখী মানুষকে সাহায্য করে যাব ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামূলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, নুরুল ইসলাম টেক্কা, সততা সমবায় সমিতি লিমিটেড এর কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, মের্সাস এস কন্সট্রাকশনের হিসাব বিভাগের ম্যানেজার মোঃ রুহুল আমিন অপু উপস্থিত ছিলেন।
উত্তরের কণ্ঠ/পিআর/মো. মিলন