আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশের সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ । ৩:২৯ অপরাহ্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় ৩১ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগারগাঁও ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজনে,দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিস কার্যালয় বাস্তবায়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন /২৪ উপলক্ষে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো : আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণের,দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় , প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) মাঈদুল ইসলাম, দিনাজপুর জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইকবাল হোসেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন