সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশের সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ । ৯:৪৯ অপরাহ্ণ

জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জের উদ্যোগে শীতার্ত মানুষের  মধ্যে শীতবস্ত্র (কম্বল)  বিতরণ করা হয়েছে।

ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের  মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জ।

রবিবার ( ৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এলজিডির ভবন প্রাঙ্গণে। বায়তুল্লাবাকী মাদরাসা ও এতিমখানার অসহায়,দরিদ্র, এতিম  হাফেজ সহ ২২০ জন গরীব দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল)
বিতরণ কাজের উদ্বোধন করেন এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার আলী।

এর আগে অসহায় শীতার্ত মানুষ বাছাই করে তাঁদের কাছে স্লিপ দেওয়া হয়। স্লিপ হাতে নিয়ে  নির্ধারিত স্থানে আসলে তাদের হাতে কম্বল তুলে দেন কর্মকর্তারা কম্বল পেয়ে সবার চোখেমুখে হাসির ঝিলিক।

এ সময় নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সিরাজগঞ্জ মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী আহারাম আলী, সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহকারী প্রকৌশলী সৌরভ কুমার সাহা, সহকারী প্রকৌশলী ইফতেখার সরোয়ার ধ্রুব প্রমুখ  উপস্থিত ছিলেন।

 

উত্তরের কণ্ঠ / এন.এইচ মিলন

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন