বীরগঞ্জে পুলিশের নির্বাচনী ব্রিফিং

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশের সময়: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ । ১১:১৩ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশর ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। (৬ জানুয়ারি -২০২৪) শনিবার সকালে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ থানার এসআই সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাচনে করণীয় বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোখলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী।

পুলিশের ১২ টি মোবাইল টিম, ২টি স্ট্রাইকিং ফোর্স, ১টি রিজার্ভ টিম, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩০টি, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২টি উল্লেখ করা হয়েছে এবং ব্যালট পেপার ব্যতীত অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়। প্রতিটি সাধারণ কেন্দ্রে ১ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২ জন ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ নিয়োজিত থাকবে বলে উল্লেখ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন জানান, ভোর রাতে ব্যালট পেপার নিয়ে যাওয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কেন্দ্রিক যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

উত্তরের কণ্ঠ/এনএইচ/বিকাশ ঘোষ

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন