দিনাজপুর -১ আসনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশের সময়: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ । ১১:৩১ পূর্বাহ্ণ

দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ১১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তীব্র শীতের কারণে ভোটার উপস্থিতি সকাল থেকে কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রিসাইডিং কর্মকর্তা।

বীরগঞ্জ- কাহারোল সংসদীয় আসনে আওয়ামী লীগের ১জন , জাতীয় পার্টির ১ জনসহ বিভিন্ন দলের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১২৩টি ভোট কেন্দ্রে ৮শত ৮ ৮টি ভোট কক্ষের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

এসব ভোট কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহণের দায়িত্ব পালন করছেন প্রিজাইডিং ৮০জন, সহকারী প্রিজাইডিং ৫৯৩ জন এবং পোলিং অফিসার। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ২৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন আনসার ব্যাটালিন, র‍্যাবের টিম ১টি,৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য মোতায়েন করা হয়েছে।

দুটি উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ লাখ ৯২ হাজার ৭১১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৯৭ হাজার ১৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৫২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।
এ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল, (স্বতন্ত্র) ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাকারিয়া জাকা, জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম, ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী আব্দুল হক ও ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী জহুরুল ইসলামসহ ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: ফজলে এলাহী জানান,দুটি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ সকল ধরণের নির্বাচনী সামগ্রী কর্মকর্তারদের নিকট হস্তান্তর করা হয়েছে । শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

 

উত্তরের কণ্ঠ/এনএইচ বিকাশ ঘোষ

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন