
দিনাজপুরের বীরগঞ্জে সঞ্চিতা রায় (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্নহত্যা। বুধবার (১০ জানুয়ারি -২০২৪) দুপুর দেড়টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নন্দাইগাঁও গ্রামের দাদু বাড়িতে, প্রফুল্ল রায় বাসায় আত্নহত্যার ঘটনা ঘটে। নন্দাইগাঁও গ্রামের মৃত রাম বাবু’র মেয়ে সঞ্চিতা রায় ও মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী ছিল। তার মা মায়া রানী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত আছেন। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী জানান, বুধবার দুপুরে দাদু প্রফুল্ল রায় ছাগল চরিয়ে বাসায় ফিরে স্কুলছাত্রী সঞ্চিতা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ দৃশ্য দেখে চিৎকার করে এবং মৃতদেহটি ঝুলন্ত অব্যস্থায় নামায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়েবরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান , মরদেহের মাটিতে শহানো ছিল। এতে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে বেশ সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত দাবি করে। তবে স্কুল ছাত্রী সঞ্চিতার মৃত্যুর কারণ জানা যায়নি। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এখনই মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
উত্তরের কন্ঠ/এনএইচ বিকাশ ঘোষ