উত্তরের শৈতপ্রবাহে ঘিরে রেখেছে হোকার মার্কেট

রশিদুল ইসলাম টিপু, প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ । ১১:১০ অপরাহ্ণ

দিনাজপুরের কাহারোলে বেশ কয়েকদিন ধরে কুয়াশায় জেঁকে বসেছে শীত তীব্রতাও অনেক বেশী। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কুয়াশার কারণে গত ৫/৬ দিন থেকে ঠিকমত সূর্যের দেখা মিলছে না স্থবির হয়ে পরেছে ছিন্নমুল মানুষের জন জীবন। দুপুরের পর কোন কোন দিন সূর্য উঠলেও বেশীক্ষন তিব্রতা থাকছে না।

এতে করে বিভিন্ন বয়সী মানুষজন সমস্যায় পরেছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশী সমস্যায় পড়েছেন।প্রয়োজনীয় কাজ ছাড়া ঘড় থেকে লোকজন বের হোচ্ছেনা সাধারণ মানুষ। এ অবস্থায় গড়ম কাপড়ের দোকানে উপচেপড়া ভীর লক্ষ করা গেছে। তবে সুযোগ বুঝে বিক্রেতারা কাপড়ের দামোও বেশী হাকাচ্ছে বলে জানান ক্রেতারা।

শুক্রবার কাহারোল উপজেলার প্রানকেন্দ্র চেয়ারম্যান মার্কেট সহ কাহারোলের ছোট খাটো বিভিন্ন বাজার হোকার মার্কেটে গীয়ে দেখা যায় নারী পুরুষ শিশু বৃদ্ধারা ভীর জমিয়েছেন। প্রায় প্রত্যাকদিন সকাল থেকে দেখা যায় ছোট খাটো যানবাহন গুলো সড়কে হেটলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। স্থানীয় অটো চালকদের সঙ্গে কোথা বলে জানায় এই শীতে আমাদের যানবাহনে চলাফেরা করা গাড়ী চালানো খুব সমস্যা যাত্রীও কোম এখন কয়েকদিন ধরে অটো চালিয়ে সংসারের খরচ করতে পারছিনা এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে দিন কাটাতে হবে আমরা অসহাত্ব বোধ করছি।

শুধু তাই নয় খবর নিয়ে জানা যায় এই শিতে স্কুলের শিক্ষার্থীদের স্কুলেও হোচ্ছেনা শত ভাগ উপস্থিতি নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা প্রচন্ড ঠান্ডার কারনে স্কুলে আসছেনা বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খবর নিয়ে জানা গেছে।

উত্তরের কণ্ঠ/পিআর

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন