ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উপজেলা প্রতিবেদক, ঘোড়াঘাট
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ । ৭:৫৯ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌরসভা ও ৪টি ইউনিয়নে বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় ১ টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে ৪৮টি করে মোট ২৪০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে অনেক অসহায় ও দুস্থ্য মানুষ উপজেলা নির্বাহী কর্মকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছরে এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল হতে ২ হাজার ৮৪০টি কম্বল বিতরণ করা হয়েছে।

উত্তরের কণ্ঠ/পিআর/মোঃ মোহিব্বুল হাসান

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন