
বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মানবিক সংগঠন বাংলাদেশ রাফা সোসাইটি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কনুয়া গ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বেলা ১১টায় কনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশ রাফা সোসাইটি দিনাজপুর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা রাফার সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোঃ আব্দুর রহিম।
এসময় আরো বক্তব্য রাখেন রাফার কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ তহিদুল ইসলাম তুহিন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ একরামুল হক, প্রকৌশলী মোঃ মাইনুল সরকার প্রমুখ। কনুয়া গ্রামের প্রায় ২ শতাধীক অসহায় শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ রাফা সোসাইটি উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করেন।