
দিনাজপুরের বীরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মনি মার্ডি (৬২) নামে আদিবাসী বৃদ্ধা নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়া নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত মনি মার্ডি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা গ্রামের মৃত রাম দাস মুর্মুর স্ত্রী।
স্থানীয় প্রদক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা -পঞ্চগড় মহাসড়কের গোয়ালপাড়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দিয়ে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলেই আদিবাসী নৃ-গোষ্ঠীর স¤প্রদায়ের বৃদ্ধা মনি মার্ডি নিহত হয়। তবে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও বীরগঞ্জ থানার সঙ্গীয় চৌকশ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন।
বীরগঞ্জ থানার উপ -পরিদর্শক এসআই শাহজান সিরাজ জানান, আত্বীয়ের বাড়ী থেকে বাড়ী ফেরার সময় রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয় অজ্ঞাত পরিচয় বাহন। এতে নিহত হয়েছে ওই আদিবাসী নারী।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান,বৃদ্ধা নারী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরের কন্ঠ এ,এস