কাহারোলে উপজেলা নির্বাচনে অগ্রীম ছয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দাপিয়ে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ

রশিদুল ইসলাম টিপু, প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ । ৩:৪৭ অপরাহ্ণ

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য ছয় প্রার্থী দাপিয়ে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ।

বেশ কয়েকদিন যাবত বইয়ে চলছে উপজেলা পরিষদ নির্বাচনি অগ্রীম হাওয়া হাট বাজার গ্রামে বিভিন্ন মোর গুলোতে লক্ষ করে দেখা গেছে ব্যানার ফ্যাস্টুনীর মোহরা চোখে পড়ার মত।

সরেজমিন ঘুরে জানা যায় আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রত্যাশি একাধিক হওয়ার কারণ হলো দলীয় প্রতিক না থাকার কারনে উপজেলার ৬ টি ইউনিয়নে সকল গ্রামে.হাটে বাজারে ভোটারদের সাথে অগ্রীম দেখা সাক্ষাতে ব্যস্থ উপজেলার শির্শে ছয় প্রার্থী।

এরা হলেন গত নির্বাচনে পরাজিত প্রার্থী বর্তমান আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, আরেক পরাজিত প্রার্থী গোপেশ চন্দ্র রায়, এছারাও রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান এবং বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছাঃ মৌসুমী আক্তার, বর্তমান দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বর্তমান মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দিনাজপর জেলা সভাপতি এবং প্রয়াত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের ছেলে মোঃ আরমান সরকার, সাবেক দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও বর্তমান আওয়ামী যুবলীগের সভাপতি শাহ মোস্তফা হোসেন আলম, পারভেজ হোসাইন।

ছয় প্রার্থীর খোজখবর নিয়ে জানা গেছে তারা দিনরাত লাগাতার উপজেলার ভোটারদের সাথে কুশল বিনিময় দেখা সাক্ষাতে ব্যস্ত অগ্রীম ভোটের মাঠ দাবিয়ে প্রতিযোগীতায় মুলক প্রচার প্রচারণা চালাতে ব্যস্ত দেখা যায়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন