বগুড়ায় হিমালয়ান গৃধিনী প্রজাতির আহত শকুন উদ্ধার

জেলা প্রতিবেদক, বগুড়া
প্রকাশের সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ । ৭:১২ অপরাহ্ণ

বগুড়ার শিবগঞ্জে আহত অবস্থায় হিমালয়ান গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’।

মঙ্গলবার বিকেলে উপজেলার বগিলাগাড়ি গ্রাম থেকে ‘তীর’ বিহার আঞ্চলিক কমিটির সদস্যরা শকুনটি উদ্ধার করে। সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন রহমান বলেন, শকুনটি বৈদ্যুতিক তারে শক খেয়ে পড়ে যায়।

খবর পেয়ে তীর বিহার আঞ্চলিক কমিটির সদস্যরা শকুনটিকে উদ্ধার করে। তিনি আরও জানান, শকুনটি অসুস্থ থাকায় সামাজিক বন বিভাগ বগুড়ার কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে পরবর্তী উদ্যোগ নেবে।

সামাজিক বন বিভাগ বগুড়ার উপ-বন সংরক্ষক মতলুবুর রহমান বলেন, শকুনটি অসুস্থ মনে হচ্ছে। চিকিৎসা দিয়ে সুস্থ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন