হবিগঞ্জের চুনারুঘাটে গলা কাঁটা টমটম চালকের লাশ উদ্ধার

জেলা প্রতিবেদক ,হবিগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ৪:৫২ অপরাহ্ণ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হাত,পা রগ গলা কাঁটা এক টমটম চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে

,৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়ি সংলগ্ন। উদ্ধার হওয়া নিহত ব্যক্তি উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বালিয়ারী গ্রামের আব্দুল খালেকের পুত্র অটো চালক (টমটম) আতাউর রহমান(৪০)। গতকাল ৭ ফেব্রুয়ারি (বুধবার) অটো চালক আতাউর রহমান প্রতিদিনের ন্যায় নতুনব্রিজ শায়েস্তাগঞ্জ পৌরসভায় অটো রিকশা (টমটম) চালাতে গেলে রাতে আর বাড়ি ফিরে আসে নাই।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতা হাত,পা রগ ও কাটা অবস্তায় দেখতে পায়।পরে চুনারুঘাট থানা পুলিশকে অবগত করা হলে, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।

এব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি)হিল্লোল রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে পুলিশ।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন