বইমেলায় সালমা জাহান সনিয়ার ‘অলক্ষ্যে তুমি চোখর কাজল’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ৫:৩৩ অপরাহ্ণ
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে লেখিকা সালমা জাহান সনিয়ার চতুর্থ কাব্যগ্রন্থ ‘অলক্ষ্যে তুমি চোখের কাজল’। সাদিতউজজামান এর প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে দূরবীন প্রকাশনী।

গল্প লিখতে লিখতে সালমা জাহান সনিয়া একদিন কবিতার কাছে হাত পাতেন। ভেতরের কথা সব ছন্দে, গন্ধে ফুল হয়ে ফোঁটে। ছয় ফর্মার এই বইটিতে মলাটবন্দি করেছেন আশিটির অধিক কবিতা।

সালমা জাহান সনিয়ার জন্ম লক্ষ্মীপুরে হলেও বেড়ে উঠা রাজধানী ঢাকায়। পড়াশোনা করছেন ইডেন মহিলা কলেজের অর্থনীতি বিভাগে।

অলক্ষ্যে তুমি চোখের কাজল বইটির মলাট মূল্য ৪০০ টাকা। কিংবদন্তী পাবলিকেশনের ৫৩৪, ৫৩৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, সালমা জাহান সনিয়ার প্রকাশিত অন্যান্য বই- ‘নোনাজলে চাঁদের হাসি’, ‘সভ্যতার শেষ স্টেশন’ ও ‘এক রাতের পাণ্ডুলিপি’। পূর্বে প্রকাশিত বই তিনটি পাওয়া যাচ্ছে দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে।

উত্তরের কন্ঠ ,এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন