মঈন খান-পিটার হাসের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ । ৭:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাদাবী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের হাইকমিশনার পিটার ডি হাস। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের মার্কিন দূতাবাসে এই বৈঠক হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের কথা জানিয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও বৈঠক পরবর্তী দুজনের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করা হয়েছে।

এতে রাষ্ট্রদূতের পক্ষ থেকে মঈন খানের সঙ্গে বৈঠক করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। একই সঙ্গে বলা হয়, যুক্তরাষ্ট্র গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যখন প্রতিটি আওয়াজ শোনা যায় তখন গণতন্ত্রের উন্নতি হয়।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেশ দৌড়ঝাঁপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সরকারি দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কথা বলেছেন এই কূটনীতিক। যদিও তার এমন দৌড়ঝাঁপ ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

অন্যদিকে নির্বাচন শেষ হওয়ার পর এখন পর‌্যন্ত সরকারের একাধিক নতুন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন পিটার হাস।

উত্তরের কন্ঠ ,এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন