চোখের সমস্যা থেকে এখনো পুরোপুরি রেহাই না পেলেও বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলে যাচ্ছেন সাকিব। এই সমস্যা নিয়েই টুর্নামেন্টের সবশেষ তিন ম্যাচে দুর্দান্ত খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, করেছেন যথাক্রমে ৩৪, ২৭ ও ৬৯ রান। বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি, পেয়েছেন ৩, ২ ও ২টি করে উইকেট।
এদিকে সাকিবের চোখের সমস্যার কথা জানেনই না নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস নিশাম। রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা কিউই অলরাউন্ডার এখানে এসেই জেনেছেন সাকিবের চোখের সমস্যার কথা।
এ বিষয়ে আজ অনুশীলন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের অনুশীলন শেষে নিশাম বলেন, ‘গত ম্যাচে দেখে তো মনে হয়েছে, উল্টো তাকে সাহায্য করছে। হয়তো এক চোখে খেলাই তার জন্য সহজ (হাসি)। সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখে কী সমস্যা। এই প্রথম আমি খবরটা শুনলাম। সে যা–ই করছে, তা-ই করতে থাকুক। কারণ, এটা কাজে দিচ্ছে (হাসি)।’ পরে বললেন, ‘সে যদি চোখে না–ও দেখে, তারপরও বোলিং করতে পারবে। তাতেও সে ভালো করবে।’
একই সঙ্গে সাকিবের দলে থাকার গুরুত্ব কতোটা তাও জানিয়েছেন নিশাম। তিনি বলেন, ‘সে আমাদের হয়ে দুর্দান্ত খেলছে। দলে তার থাকা মানে দুজন খেলোয়াড় থাকা। সে অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন এবং অন্যতম সেরা বোলারও। তার দলে থাকা বিরাট সুবিধা। গত কয়েকটি ম্যাচে সে দারুণ পারফর্ম করছে। আশা করছি, সে এই ফর্মটা ধরে রাখবে।’
এদিকে বিপিএলে খেলাটা নিজে উপভোগ করছেন বলেও জানিয়েছেন কিউই এই ক্রিকেটার। তিনি বলেন, ‘জিততে থাকলে তো সব সময়ই খেলাটাকে উপভোগ্য মনে হয়। দলের আবহটা এখন বেশ ভালো। আমরা পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’