সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল আল ফাতেহর বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। আল ফাতেহর বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। আর দলের জয়ের পথে প্রথম গোলটি করেন পর্তুগীজ মহাতারকা নিজেই। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ৮৭৫তম গোল করে এদিন লিওনেল মেসিকে টপকে দারুণ এক কীর্তি গড়েছেন সিআরসেভেন।
ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে মোট গোলের হিসাবে রোনালদোর চেয়ে বেশ খানিকটা পিছিয়েই আছেন মেসি। রোনালদোর গোল যেখানে ৮৭৫টি সেখানে আর্জেন্টাইন জাদুকরের মোট গোলসংখ্যা ৮২১টি।
এদিকে মোট গোলে রোনালদো এগিয়ে থাকলেও একটি হিসাবে দুজনই ছিলেন একই অবস্থানে। পেনাল্টি ছাড়া করা গোলের হিসাবে এতদিন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ফুটবলার ছিলেন একই অবস্থানে। পেনাল্টি ছাড়া দুজনই করেছেন ৭১৩টি করে গোল।
পেনাল্টি থেকে মেসি গোল করেছেন মোট ১০৮টি আর সিআরসেভেন করেছেন ১৬১টি। এদিকে গতকাল আল ফাতেহর বিপক্ষে গোল করে পেনাল্টি ছাড়া গোল সংখ্যা ৭১৪তে নিয়ে গেছেন রোনালদো। এতেই মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।
রোনালদোর চেয়ে ক্লাব এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে করা গোলের সংখ্যাতেও পিছিয়ে আছেন মেসি। আন্তর্জাতিক অঙ্গণে মেসির মেসির ১০৬ গোলের বিপরীতে রোনালদোর গোল আছে ১২৮টি। আর ক্লাব ক্যারিয়ারে সিআরসেভেন করেছেন ৭৪৭ গোল যেখানে মেসি করেছেন ৭১৫টি।
উত্তরের কন্ঠ /এ,এস