বোচাগঞ্জে প্রথমবারের মত উদ্যোক্তা মেলা উদ্বোধন

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\
প্রকাশের সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ । ১:৩৯ অপরাহ্ণ

থাকবো না আর বধ্যঘড়ে দেখবো এবার জগৎ টারে’ জীবনমুখী এই ভাবনা কে প্রতিষ্ঠানিক রুপদিতে ও নিজকর্মে উজ্জল হয়ে সমাজ সংসারের আলোক দিশারী একঝাক প্রতিভাবান তরুন/তরুনী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রথমবারের মত ৩ দিন ব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে। আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম প্রাজ্ঞনে উদ্যোক্তা গ্রুপের আয়োজনে ও সেতাবগঞ্জ ইভেন্টের স্বত্তাধারী মোঃ সাকিউজ্জামান বাপ্পীর সার্বিক সহযোগীতায় ২১ ফেব্রুয়ারী হতে ২৩ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক রমিজা রৌফ চৌধুরী। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ আসরাফ আলী তুহিন, কাউন্সিলর মোঃ মামুন, সেতাবগঞ্জ ইভেন্টের স্বত্তাধারী মোঃ সাকিউজ্জামান বাপ্পী, উদ্যোক্তা গ্রুপের এডমিন সিনথিয়া ঝলক উপস্থিত ছিলেন। উক্ত মেলায় সকলের নজর কেরেছে সানা হোমমেড কেক গ্যালারী, টি দোলনা মার্ট ও নাহার কিচেন। এছাড়াও মেলায় বিভিন্ন প্রকার ১২টি স্টল মেলার শোভা বর্ধন করছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন