
দিনাজপুরের কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়নে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যো দিয়ে ব্যাপক আয়োজনে সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ে গত ২০ ফেব্রুয়ারী মংগলবার বিকল ৫ টায় স্কুল মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা.পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃমঃ আব্দুস সামাদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব(অঃদাঃ) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মোঃ আবু সায়েম. উপ-পরিচালক রংপুর অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা.মোঃ শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক দিনাজপুর অঞ্চল স্কাউডস বাংলাদেশ মোঃ আব্দুর রশিদ, ১ নং ডাবোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায়, আলোনা পুরস্কার বিতরণ শেষে সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় স্কুলের ছাত্র/ছাত্রী, শিক্ষক কর্মচারী পরিচালনা কমিটির সদস্য ও অতিথি শিল্পীদের সমন্বয়ে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।