শাজাহানপুরে মহাসড়কে চাঁদাবাজির সময় আটক ৩

জেলা প্রতিবেদক, বগুড়া
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ৪:৪৬ অপরাহ্ণ
বগুড়া শাজাহানপুরে মহাসড়কে আলু ভর্তি ট্রাকে চাঁদাবাজির সময় চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে আটক র‍্যাব-১২ বগুড়ার সদস্যরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে মীর মনির হোসেন, পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার সিপিএসসি, র‌্যাব-১২, বগুড়া প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার গ্রামস্থ আড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া যানবাহন হইতে চাঁদা উত্তোলন করিতেছে।
এই গোপন সংবাদের ভিত্তিতে ২১/০২/২৪ তারিখ রাত সাড়ে ৭ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার গ্রামস্থ আড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মিন হামিদ (৪৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- কামারপাড়া, ২। মোঃ রেজাউল করিম (৪৬), পিতা- মৃত আলতাব আলী প্রামানিক, সাং- রহিমাবাদ দক্ষিণপাড়া, ৩। মোঃ মাসুদ রানা (৩৮), পিতা- মোঃ আজাহার আলী, সাং- বামুনিয়া খিয়ারপাড়া, সর্বথানা- শাজাহানপুর, জেলা- বগুড়াগণ’কে চাঁদাদাবী আদায়ের ৪২,১৫৮/- টাকা ও ০৩ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পন্যবাহী প্রতি গাড়ীর ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন