চন্দনাইশ বরমায় শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

জেলা প্রতিবেদক (চট্টগ্রাম )
প্রকাশের সময়: শনিবার, ২ মার্চ, ২০২৪ । ১০:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ১ মার্চ শুক্রবার সকালে এবং বিকেলে পৃথক পৃথক দুটি শর্টপিচ ক্রিকেট ম‍্যাচ অনুষ্ঠিত হয়। এতে সকালের শর্টপিচ ক্রিকেট ম‍্যাচে পশ্চিম বৈলতলী ক্রিকেট একাদশ কুনিরবিল ক্রিকেট একাদশ কে ৪০ রানে পরাজিত করে। পশ্চিম বৈলতলী ক্রিকেট একাদশ ৪০ রানে বিজয়ী গৌরব অর্জন লাভ করেন। এতে উদ্বোধক ছিলেন বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি জনাব সরওয়ার কামাল, প্রধান অতিথি ছিলেন বরমা ইউনিয়নের ৭ নং ওয়াড আওয়ামীলীগ এর সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম, অপরদিকে বিকেলে চরবরমা ক্রিকেট একাদশ ও,এ,বি ওয়ারিয়র্স একাদশ কে ২০রানে পরাজিত করে। চরবরমা ক্রিকেট একাদশ ২০ রানে বিজয়ী গৌরব অর্জন লাভ করেন। এতে বিকালের শর্টপিচ ক্রিকেট ম‍্যাচে উদ্বোধক ছিলেন জনাব সাখওয়াত হোসেন টিংকু, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ০৮ নং ওয়ার্ড বরমা ইউনিয়ন শাখা, প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ দিদারুল আলম বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাহেদ প্রতিষ্ঠাতা চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ক্রিড়া একাডেমী। শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি জাহেদ হোসেন খানের সভাপতিত্বে ও শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন জুয়েল চৌধুরী, দেলোয়ার, কলিম, শোয়েব, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন