বগুড়ায় অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিবেদক, বগুড়াঃ
প্রকাশের সময়: সোমবার, ৪ মার্চ, ২০২৪ । ৫:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, বগুড়াঃ বগুড়ায় মাটি খুঁড়তে বেরিয়ে এলো অবিস্ফোরিত তিনটি গ্রেনেড। পুলিশ গ্রেনেড তিনটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে নিরাপদ দূরত্বে রেখেছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনা থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ। বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, বাড়ির সংস্কারের কাজ করার জন্য বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তে একসাথে তিনটা গ্রেনেড পাওয়া যায়৷ পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।’ বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, পিপিএম বলেন, ‘ তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন